
চাঁপাইনবাবগঞ্জে ২ দিনব্যাপী তথ্য মেলার
সমাপনী ও পুরস্কার বিতরনী
♦ স্টাফ রিপোটার
২ দিনব্যাপী তথ্য মেলার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁপাইনবাবগঞ্জ এর যৌথ আয়োজনে তথ্য মেলার সমপানী অনুষ্ঠানে শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমদ শিমুল। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। বিশেষ অতিথি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর শংকর কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সনাক সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম রেজা। বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদসহ অন্যরা। মেলায় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের মোট ৫২টি স্টল বসে। এর আগে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিআরটিএ’র সেবা ও কৃষি ঋণ বিষয়ে ব্যাংকের সেবা বিষয়ে গণশুনানী হয়। সমাপনী অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সমাপনী অনুষ্ঠানে নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, সনাকের ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্য, টিআইবি ও সনাকের বিভিন্নস্তরের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্তকর্তাগণ উপস্থিত ছিলেন। শেষে মেলার বিভিন্ন স্টলের মধ্য থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেয়া হয়।