
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র ভারতীয় ইয়াবা উদ্ধার
♦ স্টাফ রিপোর্টার
গোপন সংবাদের ভিত্তিতে জেলার শিবগঞ্জ থানার দূর্লভপুর ইউনিয়নের কুখড়ী পাড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি অধিনায়ক মোঃ মাহবুবুর রহমান খান পিএসসি’র পাঠানো প্রেসনোটে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৮ নভেম্বর রাত আনুমানিক ২১.৪০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রঘুনাথপুর বিওপির একটি টহলদল নায়েব সুবেদার মোঃ ফয়জুল হক এর নেতৃত্বে সীমান্ত পিলার ১০/২-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার দূর্লভপুর ইউনিয়নের কুখড়ী পাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৯৩০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৭৯ হাজার টাকা।