
চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র সোনামসজিদ সীমান্তে ৭৯৮৩ পিস ইয়াবা উদ্ধার
♦ স্টাফ রিপোর্টার
মাদক প্রতিরোধের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। ১১ জানুয়ারী সোমবার রাত পৌনে ৯টার দিকে সোনামসজিদ সীমান্তের সোনাপুরের একটি আমবাগানে মালিকবিহীন অবস্থায় ৭৯৮৩ পিস ইয়াবা উদ্ধা করা হয়।
রহনপুর ৫৯ বিজিবি’ র অধিনায়ক লেঃ কর্ণেল মাহমুদুল হাসান পিএসসি অভিযানে ইয়াবা উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার সকালে এক প্রেসনোটে জানান, গত ৯ জানুয়ারি নিজস্ব সোর্সের মাধ্যমে জানা যায়, বড় ধরনের একটি ইয়াবার চালান সোনামসজিদ এলাকা হতে ঢাকায় পাচারের। এমন তথ্যের ভিত্তিতে রহনপুরস্থ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে ৯ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় ১১ জানুয়ারি রাত আনুমানিক পৌনে ৯টার দিকে একটি বিশেষ টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর গ্রামে রহিমের আমবাগানে মালিকবিহীন ৭ হাজার ৯৮৩ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী দল পালিয়ে যায়। পাচারকারীদের সনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে। উদ্ধার ইয়াবার সিজার মূল্য-২৩ লক্ষ ৯৪ হাজার ৯’শ টাকা। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।