Sharing is caring!

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

♦ স্টাফ রিপোর্টার 

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। জেলা প্রশাসনের আয়োজনে সভায় বক্তব্য রাখেন জেলা আইন-শৃক্সখলা কমিটির উপদেষ্টা স্থানীয় সংসদ সদস্য মো. হারুনুর রশীদ ও জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম, পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মনিম উদ দৌলা চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, ইসলামীক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম, জেলা তথ্য অফিসার ওয়াহিদুজ্জামানসহ জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, জেলা আইন-শৃক্সখলা কমিটির সদস্যবৃন্দ। সভায় নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই, নির্দিষ্টস্থানে বর্জ ফেলা ও দ্রুত সময়ে বর্জ্য অপসারণ, কোরবানির পশু হাটে অতিরিক্ত টোল আদায় বন্ধে ব্যবস্থা গ্রহণ, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখা, মসজিদে জুম্মার নামাজে ও ঈদের জামায়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনাতামূলক প্রচারণা, রাস্তার উপর পশুহাট না বসাসহ জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। সভায় উত্থাপিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *