স্টাফ রিপোর্টার \ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সভায় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২ বছর মেয়াদে শনিবার দুপুরে নিজস্ব কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়। ২০১৭-২০১৯ মেয়াদে কার্যনির্বাহী কমিটির নির্বাচিতরা হলেন, সভাপতি পদে (পুণরায়) (জেলা প্রতিনিধি-বিটিভি, আরটিভি, সম্পাদক দৈনিক চাঁপাই দৃষ্টি) এমরান ফারুক মাসুম ও চ্যানেল আই’র জেলা প্রতিনিধি ও ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক অর্থনীতির কাগজ এর জেলা প্রতিনিধি মোঃ হোসেন শাহনেওয়াজ, সহ-সেক্রেটারী পদে নির্বাচিত হয়েছেন অন লাইন নিউজ পোর্টাল ‘পদ্মারচর’ এর প্রকাশক ও প্রধান সম্পাদক, দৈনিক সোনালী খবর ও মানবাধিকার খবর এর জেলা প্রতিনিধি ও স্টাফ রিপোর্টার ডেইলী স্টার ব্যানার মোহাঃ হারুন অর রশিদ এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ রফিকুল আলম। শনিবার বেলা সাড়ে ১১ টায় প্রেসক্লাব ভবনে সাধারণ সভা শুরু হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের ১৩ সদস্যের উপস্থিতিতে সাধারণ সভায় সরাসরি কণ্ঠভোটের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। প্রেসক্লাবের কার্যনির্বাহী পদের সকল পদই নিবা প্রতিদ্বন্দিবতায় নির্বাচিত হয়। নির্বাচন পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক মোহাঃ জোনাব আলী। ৩০ জুন ২০১৭ পর্যন্ত বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ রয়েছে। নতুন কমিটি আগামী ১ জুলাই ২০১৭ দায়িত্বভার গ্রহণ করবেন। উল্লেখ্য, পর পর ৪ মেয়াদে সহ-সাধারণ সম্পাদক হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের দায়িত্ব পালন করেন আশরাফুল ইসলাম রঞ্জু। ২০১৫-২০১৭ মেয়াদেও জেলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন এমরান ফারুক মাসুম।