
চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের
সভাপতি লিটন : সম্পাদক বাবু
♦ স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সম্মেলন শেষে সরাসরি ভোটের মাধ্যমে জেলা যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। জেলার ২’শ ২১জন কাউন্সিলর এই নির্বাচনে ভোট প্রদান করেন। বৃহস্পতিবার রাতে নবাবগঞ্জ ক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে সরাসরি কাউন্সিলরের ভোটে জেলা যুবলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা সামিউল হক লিটন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক ছাতনেতা মো. আমানুল্লাহ বাবু। নির্বাচনে সভাপতি পদে ৩জন এবং সাধারণ সম্পাদক পদে ৪জন প্রতিদ্বন্দ্বিতা করে। শান্তিপূর্ণ পরিবেশে দেড় দশক পর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফলভাবে শেষ হয়।