Sharing is caring!

প্রধানমন্ত্রী প্রতিশ্রæত সরসরি ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত আন্তনগর ট্রেন চালুর প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত গ্রহণের জোর দাবি জানিয়েছেন জেলার বিশিষ্ট জনেরা। সরাসরি আন্তনগর ট্রেন চালু না থাকায় চাঁপাইনবাবগঞ্জের মানুষদের রাজশাহী গিয়ে ট্রেনে উঠতে হয় আবার রাজশাহীতে ট্রেন থেকে নেমে আবারও অন্য যানবাহনে চাঁপাইনবাবগঞ্জ আসতে হয়। এতে জেলার মানুষদের আর্থিক ও সময়ের ক্ষতি হচ্ছে। এর প্রয়োজনীয়তা অনুভব করে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাংসদ আব্দুল ওদুদ মাননীয় প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সফরকালে সরসরি ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত আন্তনগর ট্রেন চালুর দাবিসহ নানা দাবি তুলে ধরেন। ২০১১ সালের ২৩ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ সফরকালে বিশাল জনসভায় প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি আন্তঃনগর ট্রেন চালুর প্রতিশ্রæতি দেন। চাঁপাইনবাবগঞ্জের মানুষের দীর্ঘ দিনের দাবি চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রেলপথ সংস্কার, আমনুরা রেলওয়ে জংশনে বাইপাশ রেলপথ নির্মাণ ও আধুনিক রেল স্টেশন নির্মাণ হলেও প্রধানমন্ত্রী প্রতিশ্রæত সরাসরি আন্তঃনগর ট্রেন অদ্যবধি চালু হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতি দেয়া প্রকল্পের বাস্তবায়নে এত দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় জনমনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। কেন এই দীর্ঘ সময়। কোন জটিলতার কারণে আন্তনগর ট্রেন চালু হচ্ছে না। বিষয়টির দিকে সুনজর দিয়ে দ্রুত প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতি বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটায় দাবী চাঁপাইনবাবগঞ্জবাসীর। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর প্রকল্পগুলো বাস্তবায়নে পূর্বেও মানববন্ধন ও সমাবেশ হলেও দাবি পূরণ না হওয়ায় আবারও আন্দোলনে নেমেছে চাঁপাইনবাবগঞ্জের মানুষ। সোমবার প্রধানমন্ত্রী প্রতিশ্রæত সরসরি ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত আন্তনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সকালে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন চত্বরে আমরা চাঁপাইনবাবগঞ্জবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন আমরা চাঁপাইনবাবগঞ্জবাসী সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যরা। বক্তারা প্রধানমন্ত্রী প্রতিশ্রæত সরাসরি ঢাকা থেকে পদ্মা ও সিল্ক সিটি চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত অবিলম্বে চালুর দাবী জানান। একই দাবীতে মঙ্গলবার সকালে জেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসুচী পালন করা হয়।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *