Sharing is caring!

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে

পরিস্কার পরিছন্ন অভিযান

♦ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

করোনা ভাইরাস প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ টি ওয়ার্ডে পরিস্কার পরিছন্ন কার্যক্রম শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম। শনিবার সকালে পৌরসভার ১০নং ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র নজরুল ইসলাম। এছাড়াও মেয়র নিজেই জীবাণুনাশক স্প্রে করে জীবানুনাশক স্প্রে করা ও মশা নিধন কর্মসুচী হিসেবে স্প্রে করা হয়। মেয়র বলেন, ১৫টি ওয়ার্ডের কাউন্সিলরদের নিজ নিজ ওয়ার্ডে পরিস্কার পরিছন্ন রাখতে বলা হয়েছে। এছাড়াও জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়। করোনা ভাইরাসের সতর্কতার জন্য সকলকে নিজ নিজ বাড়িতে অবস্থান ও সচেতন হওয়ার অনুরোধ জানান মেয়র নজরুল ইসলাম। এসময় ১০নং ওয়ার্ড কাউন্সিলর মমরোজ আখতারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *