চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় সরকারের বরাদ্দকৃত ভিজিএফের গম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে পৌরসভা চত্বরে এ গম বিতরণ কার্যক্রমে এর উদ্বোধন করেন পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম। ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় দরিদ্র মানুষদের মাঝে গন বিতরণকালে উপস্থিত ছিলেন, পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর কবির, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল বারেক, ৮নং ওয়ার্ডেও মইদুল হক, ২নং ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান আরমান ও ট্যাগ অফিসার আমানুল্লাহ। ট্যাগ অফিসার আমানুল্ল¬াহ জানান, এ বছর পৌরসভায় ৪ হাজার ৬২১ জন পরিবারকে ১২ কেজি ৮০০ গ্রাম করে গম দেয়া হয়। রোববার গম বিতরণ কার্যক্রম শেষ হবে।