
সভাপতি-পরশ \ সম্পাদক-মাসুম
চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের
পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন
♦ স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ছাত্রলীগ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন ও সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ স্বাক্ষরিত পত্র থেকে এ তথ্য জানা গেছে। গত ১৭ জুন (সোমবার) বাংলাদেশ ছাত্রলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নিজস্ব প্যাডে পৌর শাখার সভাপতি মো. জাহিদ হাসান পরশ ও সাধারণ সম্পাদক মো. নাজমুজ্জামান মাসুমসহ ১২৯ সদস্যর চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়। অনুমোদিত কমিটিতে সহ-সভাপতি পদে ২৮ জন, যুগ্ন-সাধারণ সম্পাদক পদে ১৪ জন, সহ-সম্পাদক পদে ২০ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১২ জন, সাংস্কৃতিক সম্পাদক পদে আসিফ নেহাল, সদস্য পদে ১৯ জন এবং অন্যান্য পদে ৩৬ জনের নাম রয়েছে। একইদিন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি আরিফুর রেজা ইমন ও সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ শিবগঞ্জ পৌর ছাত্রলীগ পূর্ণাঙ্গ কমিটিরও অনুমোদন দেন। শিবগঞ্জ পৌর ছাত্রলীগ পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি মো. আব্দুল্লাহ আল মেহেদী হাসান হিমেল ও সাধারণ সম্পাদক মো. আলী রাজসহ ৮৯ জন সদস্যর নামের তালিকা প্রকাশ করা হয়।