Sharing is caring!

medical-chapai-24.11 (4) চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে বিনামূল্যে শিশুদের বাঁকা পায়ের চিকিৎসা দেয়ার লক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘ওয়াক ফর লাইফ’ বিদেশী সাহায্য সংস্থা দি গ্লেনকো ফাউন্ডেশন ও অষ্ট্রেলিয়ান এইডের অর্থায়নে ‘ক্লাব ফুট’ ক্লিনিকের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। মায়ের কোল জুড়ানো ফুটফুটে শিশু কখনও কখনও গর্ভকালীন বা বংশগত ত্রæটিসহ নানা কারণে জন্ম নেয় বাঁকানো বা উল্টানো পায়ের পাতা নিয়ে। শারিরীক অন্য কোন সমস্যা না থাকলেও দূর্ভাগ্যজনকভাবে সেই শিশু হয়ে ওঠে পরিবার ও সমাজে বোঝা। মা-বাবার কাছে একজন সন্তানের চেয়ে মধুর আর কিছু নেই। কোন কারণে শারীরিক প্রতিবন্ধী হলে, অতৃপ্তি থেকেই অনেকটায় অসন্তষ্টি বা বোঝা medical-chapai-24.11 (3)মনে হয় অনেক সময়। চিকিৎসকরা এই ধরনের পা এর পাতা কে বলেন ‘ক্লাব ফুট’। স্থানীয় ভাবে একে অনেকে ‘মুগুর পা’ বলেন। কিন্তু ধৈর্য্য ধরে চিকিৎসা করলে এই সমস্যা সম্পূর্নভাবে দূর হয়ে সেই শিশুটি হতে পারে সম্ভামনাময় ভবিষ্যৎ। কিন্তু দীর্ঘমেয়াদী বিশেষ এই চিকিৎসা এদেশে পাওয়া বেশ কষ্টসাধ্য। এর জন্য প্রয়োজন হয় পায়ের বিশেষ প্লাস্টার, অস্ত্রোপচার, এক ধরনের জুতা পরিধান (পরা) এবং ফিজিওথেরাপির। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে সম্পূর্ন বিনামূল্যের এমন ধরনের চিকিৎসা সেবা প্রথমবারের মত চালু হয়েছে মঙ্গলবার। দুপুরে হাসপাতালে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘ওয়াক ফর লাইফ’ বিদেশী সাহায্য সংস্থা দি গ্লেনকো ফাউন্ডেশন ও অষ্ট্রেলিয়ান এইডের অর্থায়নে ‘ক্লাব ফুট’ ক্লিনিকের কার্যক্রম শুরু করেছে। এর আগে হাসপাতালের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মো. আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মইনুদ্দিন মন্ডল। বিশেষ অতিথি ছিলেন বিএমএ জেলা সভাপতি ডা.আব্দুস সালাম, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আয়েশা জুলেখা, অর্থপেডিক সার্জন সাঈদ আহমেদ। উদ্বোধনী সভায় চিকিৎসা পরিধী ও প্রদেয় সেবা সম্পর্কে আলোচনা করেন ওয়াক ফর লাইফের কান্ট্রি ডিরেক্টর জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ ও চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

medical-chapai-24.11 (1)

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *