
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র
হেরোইন ও ফেন্সিডিল উদ্ধার
♦ স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের সদর থানার আলাতুলী ইউনিয়নের কোদাল কাঠি ও মনাকষা ইউনিয়নের টোঠাপাড়া এলাকায় পৃথক অভিযানে হেরোইন ও ফেন্সিডিল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি সদস্যরা। ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ সরোয়ার পিএসসি’র পাঠানো এক প্রেসনোটে মঙ্গলবার সকালে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ পোলাডাংগা বিওপির একটি চৌকষ টহলদল হাবিলদার আবু আব্দুল্লাহ্ এর নেতৃত্বে সীমান্ত পিলার ৪১/৯-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলার সদর থানাধীন আলাতুলী ইউনিয়নের কোদাল কাঠি নামক এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অন্যদিকে, মঙ্গলবার রাত আড়ারটার দিকে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মাসুদপুর বিওপির একটি টহলদল নাযেব সুবেদার মোঃ আহাদ আলী এর নেতৃত্বে সীমান্ত পিলার ৪/৪-১ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার মনাকষা ইউনিয়নের টোঠাপাড়া নামক এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধার হওয়া হেরোইন ও ফেন্সিডিলের আনুমানিক মূল্য ১০ লক্ষ ৩৯ হাজার ২’শ টাকা।