চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে ভারতীয় গরু নিয়ে সৃষ্ট বিরোধের জেরে গত বুধবার বোমাবাজির ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। এলাকাবাসীর পক্ষে কারন আলী নামে এক ব্যক্তি বাদী হয়ে বুধবার গভীর রাতে শিবগঞ্জ থানায় বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন। মামলায় রঘুনাথপুর গরুর বিট/খাটালের মালিক আব্দুল খালেকসহ ২০/২২ জনকে আসামী করা হয়েছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম বলেন, বুধবার বোমাবাজির ঘটনায় রঘুনাথপুর খাটালের মালিক আব্দুল খালেকসহ ২০/২২ জনকে আসামী করে গ্রামবাসীর পক্ষে মামলা দায়ের করেন কারন আলী। এরপর আসামীদের ধরতে পুলিশ তৎপরতা শুরু করেছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ভারতীয় গরুতে চাঁদাবাজি ও দখল নিয়ে বুধবার সকালে রঘুনাথপুর খাটালের মালিক খালেকের ভাড়াটিয়া বকুল ও নাসিরের নেতৃত্বে একদল সন্ত্রাসী রাখালদের উপর হামলা চালায় ও বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ১০ জন রাখাল আহত হয়। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে স্থানীয় রাখালদের সাথে বিট মালিক পক্ষের লোকজনের ভারতীয় গরুর দখল ও চাঁদাবাজি নিয়ে উত্তেজনা চলে আসছে।