Sharing is caring!

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে মনোনয়ন জমা দিলেন যারা

♦ স্টাফ রিপোর্টার

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনে অংশ নিতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৭ জন প্রার্থী। এর মধ্যে আওয়ামীলীগের ১ জন, বিএনপির ৩ জন, ইসলামী আন্দোলন-১জন, বিএনএফ’র ১জন ও স্বতন্ত্র-১জন। বুধবার বিেেকলে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে আওয়ামীলীগের প্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি অধ্যাপক শাহজাহান মিঞা ও বিএনপি নেতা বেলাল ই বাকী ইদ্রিসী এবং শাহীন শওকত, ইসলামী আন্দোলনের প্রার্থী মো. মনিরুল ইসলাম মনিউর, বিএনএফ’র নুরুল ইসলাম জেন্টু ও ¯^তন্ত্র প্রার্থী নবাব মো. শামসুল হোদা। আওয়ামীলীগ প্রার্থী মনোনয়ন জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন সোনামসজিদ সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সাবেক সদস্য সচিব আওয়ামীলীগ নেতা সোহেল আহমেদ পলাশ, দুর্লভপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু আহমেদ নজমুল কবির মুক্তা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. আতাউর রহমানসহ উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি অধ্যাপক শাহজাহান মিঞা মনোনয়ন জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি এনামুল হক আলম, জেলা বিএনপি কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মোঃ আশরাফুল হক, জেলা বিএনপির সহ-সম্পাদক মোঃ সাইদুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা আফতাব উদ্দিন (পচা বিশ্বাস), পৌর বিএনপি সভাপতি মোঃ সফিকুল ইসলাম, উপজেলা দপ্তর সম্পাদক মোঃ সারওয়ার জাহান, উপজেলা যুবদল সভাপতি আলী আহম্মেদ বাবুসহ বিএনপির বিভিন্নস্তরের নেতা-কর্মীরা। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মোট ভোটার ৪ লক্ষ ৭ হাজার ৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৭ হাজার ৭’শ ২৬ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৯৯ হাজার ৩’শ ১৯জন।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *