Sharing is caring!

স্টাফ রিপোর্টার \ জেলার অন্যতম ব্যবসা প্রতিষ্ঠান এরফান গ্রæপের চেয়ারম্যান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি ও ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ এরফান আলী চিকিৎসা শেষে চাঁপাইনবাবগঞ্জ ফিরেছেন। তিনি গত বুধবার বিকেলে তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের কল্যাণপুর বাসভবনে পৌঁছেন। ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ এরফান আলীর সাথে বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টায় সৌজন্য সাক্ষাৎ করতে তাঁর বাসভবনে যান ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর সম্পাদক ও উপদেষ্টা পরিষদের সদস্যগণ এবং দর্পণ পরিবার। সাক্ষাতকালে উপস্থিত ছিলেন ‘দৈনিক চাঁপাই দর্পণ’ উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য এনামুল হক তুফান, মোসলেমা বেগম (মুসি), ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, দর্পণ পরিবারের সদস্য মোহাঃ ইমরান আলী ও মোঃ আসাদুল্লাহ। সফলভাবে চিকিৎসা শেষে জেলার ফিরে আসায় মহান আল্লাহ কাছে শুকরিয়া আদায় করে আলজ্বাহ এরফান আলীকে ফুলেল শুভেচ্ছা জানান। দর্পণ পরিষদের পক্ষ থেকে সকল উপদেষ্টাগণের ও দর্পণ পরিবার সালাম জানান ও তাঁর দীর্ঘায়ু কামনা করেন দর্পণ পরিবারের প্রতিনিধিদল। তিনি সাক্ষাতকালে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেদ হাসপাতালে চিকিৎসাকালের বিভিন্ন তথ্য তুলে ধরেন এবং চাঁপাইনবাবগঞ্জবাসির দোয়ায় সুষ্ঠুভাবে চিকিৎসা সম্পন্ন করে নিজ ঘরে ফিরে আসায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। উল্লেখ্য, গত ১২ জুন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেদ হাসপাতালে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গমন করেন এবং ১৪ জুন তাঁর “স্পাইনাল কর্ড” এর অপারেশন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়। প্রায় ৪ ঘন্টার অপারেশন শেষে হাসপাতালে চিকিৎসকের তত্ত¡াবধায়নে থাকার পর গত গত ২৫ জুন বাংলাদেশে ফিরে আসেন আলহাজ্ব মোঃ এরফান আলী। তিনি ঢাকায় পবিত্র ঈদ-উল ফিতরের নামাজ আদায় করেন এবং ঈদ পালন করে গত ২৮ জুন বুধবার চাঁপাইনবাবগঞ্জ আসেন। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ্য আসেন এবং সকলের কাছে আবারো দোয়া কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *