
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ এমপিওভূক্ত বেসরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজ জাতীয়করণের দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শনিবার সকাল থেকে টানা ধর্মঘট (কর্মবিরতি) কর্মসূচী পালন করেছেন শিক্ষকরা। এর আগে গত বুধ ও বৃহস্পতিবারও একই দাবিতে পূর্ণদিবস ক্লাস বর্জন (কর্মবিরতি) কর্মসূচি পালিত হয়। ফলে জেলার ৫ উপজেলার ২২৬টি উচ্চ বিদ্যালয় ও ৪৭টি কলেজে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ডিগ্রীসহ অনান্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা আসলেও শিক্ষকরা শ্রেণিকক্ষে যাননি। নিজ নিজ প্রতিষ্ঠানে হাজির হয়ে অবস্থান কর্মসূচী পালন করছেন। জেলা বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণ লিয়াঁজো ফোরামের আহবায়ক শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম ও যুগ্ম আহব্বায়ক শহ
রের নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আসলাম কবির জানান, শনিবার থেকে পূনরায় যথারীতি ক্লাস আরম্ভের কথা থাকলেও কেন্দ্রিয় সিদ্ধান্তে পূনরায় কর্মসূচী পালন শুরু হয়েছে। রোববার পর্যন্ত এই ধর্মঘট কর্মসুচী অব্যহত থাকবে। তারা বলেন, এর মধ্যে দাবি মানা না হলে ভবিষ্যৎ কর্মসূচী বা আসন্ন এস.এস.সি পরীক্ষাকালীন কর্মসুচি সম্পর্কে কেন্দ্রীয় লিয়াজোঁ ফোরামের সিদ্ধান্ত এখনও জানানো হয়নি। নন-এমপিও শিক্ষকরাও একাত্মতা ঘোষণা করে আন্দোলনে যোগ দিয়েছেন।