Sharing is caring!

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় কর্মপরিকল্পনা সভা

♦ স্টাফ রিপোর্টার

এবছর করোনা ভাইরাস সতর্কতায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা সম্মেলন কক্ষে এ্যাডভোকেসি ও কর্মপরিকল্পনা সভা হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার আয়োজনে এ এ্যাডভোকেসি ও কর্মপরিকল্পনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম। এ্যাডভোকেসি ও কর্মপরিকল্পনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ মো. সাইদুর রহমান, প্যানেল মেয়র-৩ মোসলেমা বেগম মুসি, পৌর সচিব মো. মামুনুর রশিদ, নির্বাহী প্রকৌশলী আলহাজ¦ মো. সাদিকুল ইসলাম, পৌর কাউন্সিলর আব্দুল বারেকসহ অন্যান্য মহিলা ও পুরুষ কাউন্সিলরগণ ও অন্যান্য কর্মকর্তা। সভায় আগামী অক্টোবর মাসে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার বিষয়ে আলোচনা ও করণীয় নিয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *