Sharing is caring!

স্টাফ রিপোর্টার \ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান ও পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচিত নেতৃবৃন্দ। কার্যনির্বাহী কমিটি দায়িত্বভার গ্রহণের পর রোববার সকাল ১১টায় জেলা প্রশাসক ও দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ। এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হাতে ফুলের তোড়া দিয়ে জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। সাক্ষাতকালে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এমরান ফারুক মাসুম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সহ-সভাপতি হোসেন শাহনেওয়াজ, সহ-সেক্রেটারী মোহাঃ হারুন অর রশিদ। এছাড়া পুলিশ সুপারের কার্যালয়ে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ওয়ারেছ আলি মিয়া, গোমস্তাপুর সার্কেল এ.টি.এ মাইনুল ইসলাম। গত ২৯ জুন সন্ধ্যায় দায়িত্বভার গ্রহণ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি। জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান ও পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম আগামী দিনে সাংবাদিকদের ¯^ার্থ সংশ্লিষ্ট কাজে ও প্রেসক্লাবের উন্নয়নে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য, গত ১৭ জুন শনিবার (২০১৭-২০১৯) ২ বছর মেয়াদে নির্বাচিত হন, সভাপতি পদে (জেলা প্রতিনিধি-বিটিভি, আরটিভি, সম্পাদক দৈনিক চাঁপাই দৃষ্টি) এমরান ফারুক মাসুম, সাধারণ সম্পাদক পদে চ্যানেল আই’র জেলা প্রতিনিধি ও ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সহ-সভাপতি পদে দৈনিক অর্থনীতির কাগজ এর জেলা প্রতিনিধি মোঃ হোসেন শাহনেওয়াজ, সহ-সেক্রেটারী পদে অন লাইন নিউজ পোর্টাল ‘পদ্মারচর’ এর প্রকাশক ও প্রধান সম্পাদক, দৈনিক সোনালী খবর এর জেলা প্রতিনিধি মোহাঃ হারুন অর রশিদ এবং কোষাধ্যক্ষ পদে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ রফিকুল আলম। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের ১৩ সদস্যের উপস্থিতিতে সাধারণ সভায় এই কমিটি গঠন হয়।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *