
ঝিলিম ইউনিয়ন পরিষদে ডাসকো’র কর্মশালা
♦ নাচোল প্রতিনিধি
বেসরকারী সংস্থা ডাসকো ফাউন্ডেশন নারী অধিকার প্রকল্পের আয়োজনে ‘ইউনিয়ন নাগরিক জোট এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে বাল্যবিবাহ ও নারী অধিকার’ শীর্ষক যৌথ কর্মশালা হয়েছে। সোমবার সকাল ১০টায় ঝিলিম ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হক মতুর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমিরুল ইসলাম কাজি, ইমাম হোসেন, সহকারী শিক্ষক, ইউনিয়ন নাগরিক জোটের সভাপতি কুদরত-ই- খুদাসহ ৩নং ইউনিয়ন পরিষদের সকল সদস্যসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কারিমা খাতুন, ফিল্ড অফিসার ও প্রিসীলা নীলা হাসদা, ফিল্ড ফ্যাসিলিটেটর, নারী অধিকার প্রকল্প ডাসকো ফাউন্ডেশন। উক্ত অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচার, উঠান বৈঠক, মসজিদের খুতবাতে বাল্যবিবাহ বন্ধের আলোচনাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।