
তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবি’র ফেন্সিডিল উদ্ধার
♦ স্টাফ রিপোর্টার
মাদক পাচার রোধে অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত এলাকা তেলকূপী সীমান্ত থেকে বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। শনিবার সন্ধ্যায় চালানো এই অভিযানে ২৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য-৯৯ হাজার ৬’শ টাকা।
রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি অভিযানের বিষয়টি সত্যতা নিশ্চিত করে শনিবার গভীর রাতে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ৩ এপ্রিল আনুমানিক বিকেল পৌনে ৫টার দিকে তেলকুপি বিওপির হাবিলদার মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে টহল দল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮০/৭-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি মাঠ নামক স্থান হতে মালিকবিহীন ২৪৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়। এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।