Sharing is caring!

08.05.pc.01নওগাঁ প্রতিনিধি \ কাল জয়ী বিশ্ব কবি রবীন্দ্রণাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে নওগাঁ আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের পতিসরে কবির স্মৃতি বিজড়িত কাছারী বাড়িতে। রবিবার দুপুরে কাছারী বাড়ির দেবেন্দ্র মঞ্চে জাতীয় সংগীত পরিবশেন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসাবে কবির জন্মউৎসব উদ্বোধন করেন, জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি। এদিকে পতিসরের অনুষ্ঠানে কবির ভক্ত, অনুরাগী, গবেষক ও শিল্পী ছাড়াও সাধারন মানুষের ঢল নামে। একই সাথে পতিসরের কাচারী বাড়ির প্রাঙ্গনে বসেছে রবীন্দ্র মেলা। এলাকায় বইছে উৎসবে আমেজ। জাতীয় সংসদের হুইপ আলহাজ শহিদুজ্জামান সরকার এমপি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, আমরা যদি কৃষিতে দেশকে ¯^য়ং সম্পূর্ন করতে চাই সেখানে চেতনায় রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা যদি শিক্ষায় জাতিকে ¯^যং সম্পূর্ণ করতে চাই সেখানেও আমাদের চেতনায় রবীন্দ্রনাথ ঠাকুর। তাই তিনি যুগে যুগে প্রাসঙ্গিক। বিশ্ব কবি সিন্ধু থেকে বিন্দু দেখেননি। তিনি দেখেছেন বিন্দু থেকে সিন্ধু। তিনি ছিলেন সমাজ সংস্কারক। শুধুমাত্র জীবন সবকিছু নয়, জীবিকা শুন্য জীবন হয় শুস্ক। তাই তিনি জীবনের সাথে জীবীকার সমš^য় করার পথ দেখিয়েছেন। গতকাল রবিবার বেলা ১১টায় বিশ্ব কবি রবীন্দ্রণাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে উপরোক্ত কথা গুলো বলেন। তিনি আরো বলেন, আমরা অনেক বাঙালীর কাছে বিভিন্ন ভাবে ঋনি। আমরা যে দুইজন বাঙালীর কাছে বিশেষ ভাবে বেশী ঋনি তাঁরা হলেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বলেন সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরুর নামে একটি বিশ্ববিদ্যালয় ও একই সাথে নওগাঁর পতিসর এবং কুষ্টিয়ার শিলাইদহে একটি করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপনের সিন্ধান্ত নিয়েছে সরকার। কালের খেয়ায় চড়ে কাল জয়ি বিশ্ব কবি রবীন্দ্রণাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে নওগাঁ আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের পতিসরে কবির স্মৃতি বিজড়িত কাছারী বাড়িতে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় কাছারী বাড়ির দেবেন্দ্র মঞ্চে জাতীয় সংগীত পরিবশেন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসাবে কবির জন্মউৎসব উদ্বোধন করেন, জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি। এদিকে পতিসরের অনুষ্ঠানে কবির ভক্ত, অনুরাগী, গবেষক ও শিল্পী ছাড়াও সাধারন মানুষের ঢল নামে। একই সাথে পতিসরের কাচারী বাড়ির প্রাঙ্গনে বসেছে রবীন্দ্র মেলা। এলাকায় বইছে উৎসবে আমেজ। পতিসরে কবিগুরু রবীন্দ্রনাথ শিক্ষার আলো ছড়িয়ে দিতে যে মডেল সৃষ্টি করে গিয়েছিলেন সেই শিক্ষা ভাবনার আলোকে নওগাঁর জেলা প্রশাসক ড. মো: আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসরাফিল আলম এমপি, রবীন্দ্র গবেষক প্রফেসর ড. মুৃহাম্মদ আশরাফুল ইসলাম, অপার বাংলার রবীন্দ্র গবেষক যতীন্দ্রনাথ ভাদুরী, সাবেক এমপি ওহিদুর রহমান, নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অল রশীদ, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান, রানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম আল ফারুক জেমস, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোকলেছুর রহমান প্রমুখ। আলোচনা শেষে আত্রাই, রানীনগর ও নওগাঁর স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে দেবেন্দ্র মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়। উৎসবকে ঘিরে সেখানে বসে গ্রামীন মেলা। এলাকায় বইছে উৎসবের আমেজ।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *