নওগাঁ প্রতিনিধি \ নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নে ঢাকা মেডিক্যাল কলেজের ছাত্র মোহাইমিনুল ইসলাম প্রিন্স ও তার পরিবারের উদ্যোগে এলাকার অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে প্রায় দেড় হাজার কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার ইউনিয়নের বোর্ড বাজার মাদ্রাসা মাঠে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক উপ-সম্পাদক ডাঃ ফজলে রাব্বী সেতু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই শীতবস্ত্রগুলো বিতরণ করেন। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি রহমানিয়া আলম রিজভী, সাধারণ সম্পাদক বিমান কুমার রায়, ইউপি চেয়ারম্যান বেদারুল ইসলাম মুকুল, বিশিষ্ঠ সমাজ সেবক মোয়াজ্জেম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান সাহার আলী, আলীগ নেতা নজরুল ইসলাম, ফরিদ আহমেদ বকুল, হাসান আলী, আফেতাতুন নেছা, খালেদা বানু প্রমুখ।