নাচোল প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অক্সফাম-নোভিব এর আর্থিক সহযোগীতায় বেসরকারি উন্নয়ন সংস্থা এসেডোর “প্রিভেনশন অব চাইল্ড ম্যারেজ এন্ড চাইল্ড প্রেগনেন্সী (পিসিএমপি)” প্রকল্পের বাবা-মা ও শিশু ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও সচেতনতা বৃদ্ধিমুলক মেলা অনষ্ঠিত হয়েছে। প্রকল্পটি বাল্য বিবাহ প্রতিরোধের লক্ষে স্কুল ভিক্তিক কিশোর কিশোরীদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কমিউনিটিকে সচেতন করা এবং স্থানীয় পর্যায়ের সর্বস্তরের জনগনকে সম্পৃক্ত করে বাল্যবিবাহ ও সামাজিক দৃষ্টিভঙ্গিগত সীমাবদ্ধতা, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও স্বাস্থ্য অধিকার সম্পর্কে সচেতনতা নিশ্চিতকরণের অংশ হিসেবে এ মেলা ও বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করে। বৃহস্পতিবার সকালে উপজেলার ভেরেন্ডী উচ্চ বিদ্যালয় মাঠের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ওয়াসিফ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন ফেরদৌস মুন্নি (প্রতিমা রাণী), এসেডোর নির্বাহী পরিচালক রবিউল আলম, স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক সুধেন চন্দ্র বর্মন, সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয়ের সহঃ প্রধান শিক্ষক আব্দুর রহিম, স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ মেলায় অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভেরেন্ডী উচ্চ বিদ্যালয়ের সহঃ শিক্ষক শাখাওয়াত হোসেন মুকুল। শেষে বাল্য বিবাহের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে “পরিনতী” নামক নাটিকা, পুরস্কার বিতরনী ও গম্ভীরার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।