নাচোল প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আত্মহত্যা করেছে এক গৃহবধু। সোমবার উপজেলার ফতেপুর ইউপির পাহাড়পুর গ্রামের ইলিয়াস আলির মেয়ে ইতিয়ারা বেগম (২৩) বাড়ির অদুরে পেয়ারা বাগানে গাছের ডালে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার পরিবারের লোকজন সকাল ৭টার দিকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে পেয়ারা বাগানের আম গাছে গলায় শাড়ি পেঁচিয়ে ঝুলে থাকতে দেখতে পায়। মৃতের পিতা ইলিয়াশ উদ্দিন ও ওয়ার্ড সদস্য সবুর আলী জানান, ইতিয়ারা দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছিল এবং ইতিপূর্বেও আত্মহত্যার চেষ্টা করেছিল। নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছির উদ্দিন জানান, তার পরিবারের পক্ষ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।