Sharing is caring!

indexনাচোল প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও চিত্রংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকেলে ডাকবাংলা চত্বর থেকে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একটি বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ শহর প্রদ¶িণ শেষে একই স্থানে এসে মিলিত হয় এবং পরে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি জাবির উল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ নাচোল উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র আব্দুর রশিদ ঝালু খান, জেলা যুবলীগ ও নাচোল যুবলীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম, উপজেলা আওয়ামী যুবলীগ সেক্রেটারি ব্রজেন্দ্রনাথ মাহাত, যুবলীগের সভাপতি সাইদুর রহমান বাদল ও অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান (বুলেট), নাচোল উপজেলা মহিলা যুবলীগ সভানেত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল মুন্নি,  উপজেলা আওয়ামী মহিলালীগ সভানেত্রী শ্রীমতি রঞ্জনা রানী, নাচোল উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি আব্দুল হালিম ও মামুনসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *