নাচোল প্রতিনিধি \ নাচোলে দেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে ডাকবাংলা চত্বরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জাবির উল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হালিম। পরে ডাকবাংলা চত্বর থেকে একটি বর্নাাঢ্য র্যাল্যী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে মিলিত হয়। পরে উপজেলা ছাত্রলীগের সভাপতি জাবির উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল যুবলীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম, জেলা যুবলীগের সহ সভাপতি সাইদুর রহমান বাদল, নেজামপুর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা আব্বাস, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মামুন আর রশিদসহ অন্যরা। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ, সাবেক ছাত্রলীগ নেতা মতিউর রহমান খোকনসহ গণমাধ্যমকর্মীরা ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।