নাচোল প্রতিনিধি \ জেলার নাচোলে শান্তিময় পৃথিবীর জন্য ধর্মীয় নেতাদের (ইমাম ও মোয়াজ্জিন)দের নিয়ে উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনগ্রসর সমাজ উন্নয়ন সংস্থা(আসুস) এর আয়োজনে নাচোল বাজার কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা এনামুল হকের সভাপতিত্বে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, আসুসের নির্বাহী পরিচালক রাজকুমার শাও, সংস্থার প্রকল্প সমš^য় কারী আয়েশা খাতুন ও মনিটরিং অফিসার বশির আহাম্মেদ। উপজেলার ৩’শ ৬০জন ইমাম ও মোয়াজ্জিনকে ৩০ জনের গ্রæপে পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করা হবে। শান্তি-সম্প্রীতিময় সহিঞ্চু সমাজ গঠনে উগ্রপন্থার বিপক্ষে পরিবর্তনকামী মানুষ হিসেবে সম্প্রীক্ত করণে ধর্মীয় নেতা (মসজিদের ইমাম, মোয়াজ্জিন, ফাদার ও ঠাকুর)দের প্রশিক্ষণ প্রদান করে সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অনগ্রসর সমাজ উন্নয়ন সংস্থা(আসুস) এ আয়োজন করে।