Sharing is caring!

Exif_JPEG_420

নাচোল প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জে আসন্ন নাচোল পৌর নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র-কাউন্সিলর-পদ প্রার্থীরা স্ব-স্ব নির্বাচনী এলাকায় দৌড় ঝাঁপ শুরু করেছেন। বিগত ঈদুল আযহা ও সামনে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে নানা রং ও আকারের ডিজিটাল ব্যানার, ফেস্টুন, প্রচারপত্র, পোষ্টার, ঘর-বাড়ী, স্কুল-কলেজের দেয়াল, দোকান, গাছের ডাল, চায়ের স্টলসহ যত্রতত্র শোভা পাচ্ছে। এছাড়াও মোবাইল ফোনে খোঁজ খবর, ফেসবুকের মাধ্যমেও শুভেচ্ছা বিনিময়, ভাবের আদান প্রদান করছেন প্রার্থীরা। বিশেষ করে তরুণ বা নবীণরা পরিচিতির জন্য বেশী তৎপর রয়েছেন। পৌর মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামীলীগের একক প্রার্থী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলামকে ঘোষণা করা হয়েছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তা বাদী দল (বিএনপি) নাচোল পৌর মেয়র পদে এখনো কোন প্রার্থী ঘোষণা করা হয়নি। এ বিষয়ে নাচোল থানা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট মাইনুল ইসলাম প্রতিবেদককে জানান, আমরা এখনো কোন মেয়র প্রার্থী ঘোষনা করিনি। তবে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসাবে প্রচারে নাচোল পৌর সাংগঠনিক সম্পাদক নূরকামাল ও সাবেক পৌর প্রশাসক কামরুজ্জামান রয়েছে। এক/দুই সপ্তাহের মধ্যে দুইজনের মধ্য থেকে একক প্রার্থী ঘোষণা করা হবে বলে জানান তিনি। অপর দিকে জাতীয় পার্টি থেকে একক প্রার্থী হিসাবে প্রভাষক তোহিদুল ইসলাম শাহিনকে ঘোষনা করা হয়েছে। কিন্তু নাচোল উন্নয়ন ফোরমের সদস্য সচিব আমানুল্লাহ আল মাসুদ এবং ডাক্তার রফিকুল ইসলাম প্রচারনায় রয়েছেন। তবে বর্তমান মেয়র আব্দুল মালেক চৌধুরী এখনো নির্বাচনে অংশ গ্রহণের  বিষয়টি নিশ্চিত করেননি। সরোজমিনে সকল পেশার মানুষের সাথে কথা বলে জানা গেছে এবারের মেয়র পদে জনগণ তাদেরকে ভোট দিবে যারা জনগণের সুখে দুখে পাশে থাকবে।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *