Sharing is caring!

নাচোলে বিজ্ঞান অলিম্পিয়াড

♦ নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উইসডম স্ট্যান্ডার্ড কলেজ, রাজশাহী আয়োজিত এবং স্বেচ্ছাসেবী সংগঠন ইংলিশ লার্নারস সোসাইটি(ই এল এস), নাচোল এর সহযোগীতায় নাচোলে বিজ্ঞান অলিম্পিয়াড হয়েছে। শুক্রবার নাচোল উপজেলা স্কুলে জাতীয় সংগীতের মাধ্যমে বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা। ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের গণিত, পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান বিষয়ে এক ঘন্টার ষাট মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০১জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে। অলিম্পিয়াড শেষে নাচোল উপজেলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিদা বলে, এটা একটা বিজ্ঞানের মিলন মেলা। ই এল এস সহ-সভাপতি নাচোল উপজেলা স্কুলের সহকারী শিক্ষক মজিদুল ইসলামের সঞ্চালনায় উদ্বেধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ই এল এস সভাপতি নাচোল খ.ম সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রউফ, উইসডম কলেজের মাসুদ এবং সিপন অলিম্পিয়াড বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদূর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আল গালিব, জেলা পরিষদ সদস্য রয়েল বিশ্বাস, ই এল এস উপদেষ্টা নাদিম রেজা, ভেন্যু সচিব প্রধান শিক্ষক নাচোল উপজেলা স্কুল এম এ খালেকসহ অন্যরা।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *