Sharing is caring!

নাচোলে বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা ও সচেতনতা

শীর্ষক প্রেসব্রিফিং

♦ নাচোল প্রতিনিধি

“জেনে বুঝে বিদেশ যাই, অর্থ-সম্মান দু’টোই পাই” এ প্রতিপাদ্যে জেলার নাচোলে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনারের অয়োজন করেন নাচোল উপজেলা প্রশাসন। প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অর্থায়ন এবং তত্ত¡াবধায়নে এ কর্মশালা বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপণ করেন চাঁপাইনবাবগঞ্জ টিটিসি’র সিনিয়র শিক্ষক সাইদী হোসেন। “মুজিব বর্ষে আহŸান, দক্ষ হয়ে বিদেশ যান” এ শ্লোগানে কর্মশালায় অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-পরিচালক তৌফিকুল আলম, টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাবিলা নুঝাত, সিনিয়র শিক্ষক মেহনাজ খাতুন, চীফ ইন্সট্রাকটর জাকির হোসেন, শিক্ষক মামুন রেজা ও নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা। সেমিনারে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের প্রধানগণ, স্থানীয় গণমাধ্যম কর্মী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *