নাচোল প্রতিনিধি \ ‘কাজ, জমি, সামাজিক নিরাপত্তা ও আদিবাসীদের আলাদা ভুমি কমিশন’ গঠনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে’র নাচোলে ভুমিহীন সমিতির ৮ম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নাচোল ইলামিত্র পাঠাগার মিলনায়তনে নাচোল ভুমিহীন সমিতির ৮ম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। নাচোল ভুমিহীন সমিতির সভাপতি নুরুদ্দীন শেখ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক সুবল সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ভুমিহীন সমিতির রাজশাহী বিভাগীয় সভানেত্রী আফসানা খাতুন, বাংলাদেশ ভুমিহীন সমিতির কেন্দ্রী কমিটির প্রশিক্ষক নুরুল ইসলাম (শাহীন), নাচোল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জোহরুল ইসলাম, রাজশাহী ভূমিহীন সমিতির সদস্য ইউসুফ আলী, বিশিষ্ট সমাজসেবক ফারুক হোসেন, নাচোল উপজেলার ভূমিহীন সমিতির সদস্য নুরুউদ্দীনসহ অন্যরা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক ফেড়ারেশনের আদিবাসী নেত্রী অমলী কিসকু, নাচোল ইউনিয়নের ৫নং ওয়াডের্র সদস্য বুলবুল আহম্মেদ, নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের ভুমিহীন সমিতির ওয়ার্ড সদস্য নাদের আলী প্রমুখ। সভায় বক্তারা বলেন, উপজেলার ভূমিহীন মানুষের নায্য অধিকার প্রতিষ্ঠায় সকলকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে এবং আদিবাসীদের হারিয়ে যাওয়া জমি ফিরিয়ে আনতে হবে।