Sharing is caring!

নাচোল প্রতিনিধি \ নাচোলে যথাযোগ্য পালিত হয়েছে মহান ¯^াধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে এদিন প্রত্যুষে নাচোল থানা চত্বরে ৩১বার তোপধ্বনি, সূর্যোদয়ের সাথে সাথে নাচোল সরকারি কলেজ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ ও সকল সরকারি, আধা সরকারি, বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, ইউএনও মুহাম্মদ নাজমুল হক, নাচোল থানার অফিসার ইন্চার্জ ফাছির উদ্দিন ও উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মতিউর রহমান।  অন্যান্য কর্মসূচীর মধ্যে রবিবার সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয়পতাকা উত্তোলন ও পুলিশ, মুক্তিযোদ্ধা, আনসার-ভিডিপি, গার্লসগাইড, রোভারস্কাউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার বর্গকে সংবর্ধনা প্রদান। বেলা ১১টায় বালক-বালিকা ও মহিলাদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুর ১টায় উপজেলা ¯^াস্থ্যকমপ্লেক্স ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন। বাদ আসর মসজিদ, মন্দির ও গির্জায় জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মোনাজাত ও বিশেষ প্রার্থনা করা হয়। এ ছাড়াও নাচোল থানা, পৌরসভা, নাচোল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, উপজেলা-পৌর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন সমূহু, মহিলা আ’লীগ ও এর অ্গং সংগঠন, জাতীয় পার্টি এবং স্কুল-কলেজের পক্ষ থেকে দিবসটি পালন উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে নাচোল সরকারি কলেজ স্মৃতিশৌধে  পুষ্পস্তবক অর্পণ এবং ¯^-¯^ কার্যালয় ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শেষে সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদ মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *