
নাচোলে যুবলীগের চেয়ারম্যান ও সেক্রেটারির দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া
♦ স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হাসান খান নিখিলের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে। বৃহস্পতিবার রাতে নাচোলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম সৈকত জোয়ার্দার এর উদ্যোগে দোয়া মাহফিলটি হয়। যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক কোভিড ১৯ করোনা ভাইরাস এ আক্রান্ত হওয়ায় তাঁদের দ্রুত সুস্থতা ও রোগ মুক্তি কামনা করে সর্বশক্তিমান আল্লাহুর কাছে দোয়া কামনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রফিকুল আলম সৈকত জোয়ার্দার, নাচোল উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, নাচোল পৌরসভার মেয়র ও পৌর আ.লীগের সভাপতি আব্দুর রশিদ ঝালু খান, উপজেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ জোহা। চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব সামিউল হক লিটন, সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, জহির খান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি আসাফুদ্দৌলা,
সাধারণ সম্পাদক লেনিন প্রামাণিক, পৌর যুবলীগ সভাপতি শহিদুল ইসলাম শহিদ, শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদার, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদসহ বিভিন্নস্থরের নেতাকর্মীরা।