
নাচোল প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শিশুকন্য পাচার কালে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। নাচোল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফাছিরুদ্দিন জানান, বুধবার সকালে নাচোল উপজেলার মোহাম্মাদপুর হাট রাজবাড়ি থেকে ফজলুর রহমানের শিশু কন্য তাসলিমা খাতুন (১২)কে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মান্দা উপজেলার চৌবাড়িয়া বাসষ্ট্যান্ডে নিয়ে যায়। এসময় একটি বাসে শিশু কন্যা কাঁদতে থাকে। বিষয়টি অন্যান্য যাত্রীদের নজরে পড়লে মান্দা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পাচারকারী শ্রী সতিষ (৪০)কে আটক করে শিশু কন্যাকে উদ্ধার করে। আটককৃ সতিষ নিয়ামতপুর উপজেলার টুকিয়াপাড়া গ্রামের শ্রী কন্দনের ছেলে বলে জানা গেছে। বিষয়টি পরে মান্দা থানা পুলিশ নাচোল থানাকে অবহিত করলে নাচোল থানা পুলিশ তাকে আটক করে নাচোল থানায় নিয়ে আসে। এ ব্যাপারে শিশুকন্যার মা খালেদা বেগম বাদী হয়ে নাচোল থানায় নারী ও শিশু পাচার আইনে মামলা দায়ের করেছে।