নাচোল প্রতিনিধি \ জেলার নাচোলে সন্ত্রাসীদের হামলায় ৩ জন ব্যবসায়ী গুরুতর জখম হয়েছে। জখম হওয়া ব্যক্তিরা হলো, পৌর এলাকার মৃত আলতাব হোসেন এর ছেলে সাদিকুল ইসলাম(৩৫), শিমুল(৪০), খোকন(৩০)। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, বুধবার ভোরে পৌর এলাকার বাসষ্ঠ্যান্ড মোড়ে নিজ বাড়িতে সাদিকুল ইসলাম ও অপর ২ ভাইকে ঘুম থেকে ডেকে নিয়ে আসে প্রতিবেশী মহসিন। পরে সাদিকুল বাড়ি থেকে বেরিয়ে আসা মাত্রই মহসিন ও তার ছেলে জনি এবং হাসানের ছেলে দবির ও বাবু ধারালো অস্ত্র দিয়ে সাদিকুলকে বেধড়ক পিটাতে থাকে। কিছুক্ষন পর সাদিকুলের কান্নাকাটি দেখে অপর দু ভাই শিমুল ও খোকন বাড়ি থেকে বেরিয়ে আসলে তাদেরকেও সন্ত্রাসীরা সাব্বল, হাসুয়া রড দিয়ে প্রচন্ড ভাবে দুজনের মাথায় ও শরীরে আঘাত করে। পরে এলাকাবাসী জখম সাদিকুল, শিমুল ও খোকনকে নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ৩জন কে রাজশাহী মেডিকেলে হস্তান্তর করা হয় বলে জানা যায়। এবিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাছির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মহসিন ও জনিকে আটক করে থানায় নিয়ে আসে পরে অভিযোগপত্র না পাওয়ায় মুচলেকা দিয়ে ২ জনকে ছেড়ে দেয়া হয়।