নাচোল প্রতিনিধি \ নাচোলে রাস্তা পারাপারের সময় ২য় শ্রেনীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী নাচোল ইউনিয়নের জোনাকীপাড়া গ্রামের মিঠুর মেয়ে মীম (৮)। এলাকাবাসী সুত্রে জানা গেছে, সোমবার দুপুর সোয়া ১২ টার দিকে মীম জোনাকীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় নাচোল-চাঁপাইগামী একটি বাস শিশুকন্যা মীমকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন মীমকে হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।