নাচোল প্রতিনিধি \ নাচোলে পৌরসভার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। সোমবার সন্ধায় নাচোল পৌর কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে পৌর মিলনায়তনে মেয়র আব্দুর রশিদ খান ঝালুর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। এসময় আরো উপস্থিত ছিলেন, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মতিউর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছির উদ্দিন, ওসি তদন্ত মাহাতাব উদ্দিন, পৌর সচিব মোবারক হোসেন, সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, ওয়ার্ড কাউন্সিলরগণ, সার্ভেয়ার মহাম্মদ আলী, নাচোল পৌর কর্মচারী ইউনিয়ন সভাপতি সাহনাজ করিম মিলন ও সেক্রেটারী জহুরুল ইসলাম রিপন এবং ওয়ার্ড পর্যায়ে নগর উন্নয়ন কমিটি(টিএলসিসি)’র সদস্যগণসহ অন্যান্য কর্মচারীবৃন্দ। অন্যান্যের মাঝে নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলাম, নাচোল খুরসেদ মোল্লা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, পাঠশালা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদাৎ হোসেন, এশিয়ান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইসাহাক আলী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান লুটু, পুজা উদ্যাপন কমিটির সভাপতি ¯^পন সাহা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ এলাকার সুশীল সমাজের রোজাদারগণ উপস্থিত ছিলেন। নাচোল কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা এনামুল হক দেশ, জাতি ও মুসলিম উম্মার সুখ-সম্মৃদ্ধি ও পৌর মেয়রের সুস্থ্যতা কামনা করে দোয়া পরিচালনা করেন।