
প্রয়াত জেলা প্রশাসক জাহিদুল ইসলাম
স্মরণে মিলাদ ও দোয়া
♦ স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের প্রয়াত জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম এর রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শুক্রবার জুম্মা নামাজের পর কোর্ট জামে মসজিদে জেলা প্রশাসন ও জাহিদুল ইসলামের পরিবারের আয়োজনে এই দোয়া মাহফিল হয়। দোয়া পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা মো. হোসাইন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর কবির নানক এমপি, জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লা, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম-পিপিএম, ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, জেলা প্রশাসকের গোপনীয় সহকারী মো. ইব্রাহীম, জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা ও সাধারণ মুসল্লীরা।