স্টাফ রিপোর্টার (শিবগঞ্জ) \ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শিবগঞ্জ উপজেলার কানসাট শাখায় পবিত্র মাহে রমজান উপল¶্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কানসাট শাখার আয়োজনে ও শাখা ব্যবস্থাপক শামিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জোন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানসাট শাখার সিনিয়র অফিসার জাহাঙ্গীর আলম, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শিবগঞ্জ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী মাইনুদ্দিন, কানসাট সাইফুদ্দিন মেমোরিয়াল ফাযিল মাদ্রাসার অধ্য¶ আমিনুল ইসলাম, সোনামসজিদ শাজাবাজপুর ডিগ্রী কলেজের অধ্য¶ একরামুল হক, অধ্যাপক আবদুল মান্নান, স্ট্যান্ডার্ড ব্যাংক কানসাট শাখা ব্যবস্থাপক জহুরুল ইসলাম. কানসাট সোলেমান ডিগ্রী কলেজের সাবেক অধ্য¶ ফারুক আহমেদ প্রমূখ। এছাড়া অত্র ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন।