
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ ¯^চ্ছতা ও জবাবদিহিতা চর্চা এবং জনঅংশগ্রহণের মাধ্যমে শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠান গড়ে তোলা ও নাগরিক সেবার মান উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পরিষদের সাথে সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় ¯^াগত বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি জনাব গৌরী চন্দ সিতু। সভায় প্রধান অতিথি ছিলেন পরিষদের চেয়ারম্যান মোঃ তরিকুল ইসলাম। সভায় পরিষদের সেবা সম্পর্কিত সনাক কর্তৃক পরিচালিত বেইজলাইন জরিপ প্রতিবেদনের সবল ও দুর্বল দিক, পরিষদের ২০১৫-২০১৬ চক্রের ভিজিডি পর্যবেক্ষণের উল্লেখযোগ্য দিক, নির্বাচন পূর্ব “জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি” অনুষ্ঠানে প্রদেয় প্রতিশ্রæতি, পরিষদের সেবা সম্পর্কিত তথ্যবোর্ড স্থাপন ও লিফলেট
/ভাঁজপত্র প্রস্তুত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ¯^জন সমš^য়কারী মোঃ নইমুল বারী, সনাক সদস্য মোঃ রাইহানুল ইসলাম লুনা, গোলাম রশিদ, পরিষদের সদস্য মোঃ নুরুল ইসলাম, মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ আবু সালেহ, বালিয়াডাঙ্গার ইউনিয়ন ভ‚মি সহকারী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, পরিষদের সচিব মোঃ রাকিবুল করিম প্রমুখ। সভায় সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম। প্রধান অতিথি ও পরিষদের চেয়ারম্যান মোঃ তরিকুল ইসলাম বলেন, পরিষদের সেবা সম্পর্কিত সনাক কর্তৃক পরিচালিত বেইজলাইন জরিপ প্রতিবেদনে যে সকল দুর্বল দিক উঠে এসেছে তা আগামীতে কাটিয়ে ওঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি নির্বাচন পূর্ব “জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি” অনুষ্ঠানে প্রদেয় প্রতিশ্রæতি যেমন- রাস্তা-ঘাট, হাট-বাজার, ড্রেন, কালভার্ট, জলাবদ্ধতা, দুর্নীতি, সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ ও যৌতুক বন্ধকরা, ভিজিডি-ভিজিএফ কার্ড, বিধবাভাতা ও বয়স্কভাতা বিতরণে পরিষদের ¯^চ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে পরিষদের অন্যান্য সদস্য, সনাক ও ¯^জন সদস্য, টিআইবি কর্মকর্তা এবং ইয়েস সদস্যসহ মোট ৩৫ জন নারী-পুরুষ উপস্থিত ছিলেন।