
বিএনপি নেতাদের বক্তব্যে স্পষ্ট হচ্ছে দলীয় হতাশা!
সুভাস সিংহ রায় আরো বলেন, মূলত হতাশা থেকে দলকে ঐক্যবদ্ধ করার ব্যর্থ প্রয়াসের অংশ হিসেবে এমন সব কথা বলছেন বিএনপি নেতারা।
বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করে নাম প্রকাশে অনিচ্ছুক একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, বুধবার (২৯ মে) একটি অনুষ্ঠানে বিভক্তি দূর করার কথা বলতে গিয়ে মূলত বিভক্তি সৃষ্টির শঙ্কার কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেছেন, আমরা বিভক্তির চিন্তা করব না, আমরা কোনো বিভাজনের চিন্তা করব না। এই ধরণের কথা বলে আসলে সৃষ্ট ফাটলের বিষয়টিই স্পষ্ট করেছেন ফখরুল।
তিনি আরো বলেন, বিএনপির অন্ধকার রাজনৈতিক ভবিষ্যৎ অনুধাবন করে তৃণমূল নেতৃবৃন্দ দল থেকে দূরে সরে যাচ্ছেন। উপজেলা নির্বাচন বর্জন করায় তৃণমূল রাজনীতিতেও প্রতিনিধিত্ব হারিয়েছে বিএনপি। সব মিলিয়ে হতাশা ও বিভক্তি সৃষ্টি হয়েছে দলের অভ্যন্তরে। কারণ রাজনীতি বাদ দিয়ে কূটনীতি ও সমালোচনা নীতিতে মশগুল হয়েছেন বিএনপি নেতারা। তাই কোন রকমের আলো দেখতে পারছে না তৃণমূল। এসব বুঝতে পেরেই ভাঙ্গন রোধ করতে বার বার বক্তব্য দিয়ে দলের বিভক্তি সামনে তুলে ধরছেন নেতারা। যা অপরিপক্ব রাজনীতি ছাড়া কিছু নয়।