প্রেস বিজ্ঞপ্তি \ ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে রেডিও পদ্মা ৯৯.২এফএম ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচারের উদ্যোগ গ্রহণ করেছে। “জানা থাকলে জান বাঁচে” নামের ধারাবাহিক এই অনুষ্ঠানটি প্রচারিত হবে ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯:০০ টায়। রেডিও পদ্মা ৯৯.২এফএম রেডিও পদ্মা ৯৯.২এফএম এর স্টেশন ম্যানেজার শাহানা পারভীন এর পাঠানো এক প্রেসনোটে অনুষ্ঠান প্রচারের বিষয়টি নিশ্চিত করা হয়। জ্ঞানচর্চা কেন্দ্র সেন্টার ফর কমিউনিকেশন এ্যান্ড ডেভেলপমেন্ট (সিসিডি বাংলাদেশ) পরিবেশিত এই বিশেষ অনুষ্ঠানটির পরিকল্পনা ও প্রযোজনায় রয়েছেন জি. এম. মুরতুজা। উপস্থাপনায় থাকছেন রেডিও পদ্মা’র অনুষ্ঠান প্রযোজক ও উপস্থাপন সানজিদা সুইটি। অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করবেন দেশে এইচআইভি/এইডস নিয়ে কর্মরত বিশেষজ্ঞ ব্যাক্তিগণ ছাড়াও বিভিন্ন ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রতিনিধি। এইচআইভি/এইডস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে এবং সর্বস্তরের মানুষকে এই মরণব্যাধি প্রতিরোধ সম্পর্কে সজাগ করে তোলার লক্ষে এই বিশেষ অনুষ্ঠানটি প্রচারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।