ভোলাহাট প্রতিনিধি \ ভোলাহাটে উপজেলায় ঝাউবোনা মডেল টেকনিক্যাল এ্যান্ড বিএম ইন্সটিটিউট এইচএসসি ও সমমান পরী¶ার ফলাফলে এবছরও সেরা কলেজ এর স্থান ধরে রেখেছে। গত চার বছর ধরে ধারাবাহিক ভাবে ফলাফলে সেরা স্থানটি ধরে রখেছে এই কলেজ। কলেজ সংশ্লিষ্টরা জানান, এ বছর মোট ৭২জন পরী¶ার্থী পরী¶ায় অংশ নিয়ে পাশ করেছে ৭০জন এবং পাশের হার ৯৭.২২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ জন এবং গোল্ডেন পেয়েছে ১জন। এছাড়াও ২০১৪, ২০১৫, ২০১৬ সালেও সেরা ফলাফল করে উপজেলার শীর্ষ অবস্থানে ছিল কলেজটি। প্রতিষ্ঠান সভাপতি আইয়ুব আলী মন্ডল জানান, তিনি নিজে প্রতিষ্ঠানের শি¶কদের সাথে নিয়ে পাঠদান বিষয়ে খোঁজ খবর রাখেন এবং শি¶ার মান উন্নয়নে আলোচনা করেন। এ ফলাফল বিষয়ে তিনি আরো বলেন, ভালো ফলাফলের জন্য শি¶ক কর্মচারী, ম্যানেজিং কমিটি, অভিভাবক ও শি¶ার্থী সকলের সমš^য়ের চেষ্টায় ভালো ফলাফল করা সম্ভব হয়েছে।