
ভোলাহাট প্রতিনিধি \ জেলার ভোলাহাটের দলদলী ইউপির ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউপি মিলনায়তনে বাজেট ঘোষণা করা হয়। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল ইসলাম পুতুলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সদস্য আব্দুল বারী, আব্দুর রহমান, গোলাম ফারুক, আবুল কালাম, বেবি আরাসহ সকল সদস্য/সদস্যাসহ ইউনিয়নের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব রবিউল ইসলাম। অর্থ বছরের বিভিন্ন খাতের মোট আয় ধরা হয়েছে ৩ কোটি ৭৯ লাখ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৭৯ লাখ টাকা।