Sharing is caring!

ভোলাহাট প্রতিনিধি \ জেলার ভোলাহাটে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে উঠে আসে উপজেলার বিভিন্ন দপ্ততের কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগ। মঙ্গলবার সকালে দুদকের আয়োজনে ও ভোলাহাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত গণশুনানি সভায় উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নসির উদ্দীন। এসময় অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হাসান, দুদক রাজশাহী বিভাগীয় পরিচালক আব্দুল আজিজ ভুঁইয়া, দুদক পরিচালক (প্রতিরোধ) মনিরুজ্জামান। এসময় বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল খালেক, উপজেলা আলীগ সভাপতি প্রকৌশলি আমিনুল হক। এসময় প্রধান অতিথি ড. নসির উদ্দীন বলেন, সংবিধানের ৭ এর ১ অনুচ্ছেদে বলা হয়েছে সকল ক্ষমতার মালিক জনগণ। তাই আমরা আপনাদের খোঁজ খবর নিতে এসেছি। যে সব সরকারী অফিসে আপনারা সেবা পাচ্ছেন না সেসব অভিযোগ আমরা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের চেষ্টা করবো। সরকারী কর্মকর্তারা কেন সেবা দিতে পারেনি এবং কতদিনের মধ্যে সেবা দিতে পারবেন তা নিশ্চিত করতে হবে বলে প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নসির উদ্দীন বলেন। জেলা প্রশাসক মাহমুদুল হাসান মডারেটরের দায়িত্বে থেকে সাধারণ ভূক্তভোগি নাগরিকরা এলজিইডি, প্রকল্প বাস্তবায়ন, স্বাস্থ্য ও পঃ পঃ, পুলিশ, মাধ্যমিক, প্রাথমিক, সেমাজ সেবা, শুল্ক করিডোর, ভূমি ও সাব-রেজিষ্ট্রি অফিসসহ বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে সেবা প্রদানে অবহেলার অভিযোগের উত্তর প্রদান করেন। অভিযোগের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় দুদক তালিকা নিয়ে তাদের মত করে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বিষয়টি গণশুনানিতে নিশ্চিত করেছেন দুদক কতৃপক্ষ।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *