Sharing is caring!

ভোলাহাটে বিএনপির নির্বাচনী অফিস ভাংচুর

♦ ভোলাহাট প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের নির্বাচনী এলাকার ভোলাহাটে বিএনপির ধানের শীষের নির্বাচনী অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি নির্বাচনী অফিস ভাঙচুর ও পোষ্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করেছে স্থানীয় আওয়ামীলীগের কর্মীদের বিরুদ্ধে। তবে, এঘটনা অস্বীকার করেছে আওয়ামীলীগ। জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে একটি মিছিল বের করে নৌকায় ভোট প্রচারণাকালে জামবাড়ীয়া ইউনিয়নের বিএনপির ধানে শীষের প্রধান নির্বাচনী অফিসসহ একাধিক স্থানের প্রচারণা অফিস, দোকানপাট ও ধানের শীষের পোষ্টার ছিঁড়ে ফেলে মিছিলের নেতাকর্মীরা। এর মধ্যে জামবাড়ীয়া ইউনিয়নের বড়গাছী বাজারস্থ ধানের শীষের প্রধান নির্বাচনী অফিস, ৬নং ওয়ার্ড নির্বাচনী অফিস, বড়গাছী বাজারের হাবিবুরের চায়ের দোকান, ৮নং বিএনপি ক্লাব ও ৪নং ওয়ার্ড নির্বাচনী অফিস ভাঙচুর চালিয়ে বিভিন্ন আসবাবপত্র ভেঙ্গে ফেলে এবং পোষ্টার ছিঁড়ে ফেলে নৌকার কর্মীরা। এতে এলাকায় ভোটারদের মাঝে আতংকের সৃষ্টি হয়েছে। জামবাড়ীয়া ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, আওয়ামীলীগের নৌকার পক্ষে শুক্রবার রাত ১০টার দিকে একটি মিছিল বের করে নৌকায় ভোট প্রার্থনার সাথে সাথে আমাদের (বিএনপি)র ধানের শীষের জামবাড়ীয়া ইউনিয়নের মূল নির্বাচনি অফিসসহ একাধিক স্থানের নির্বাচনী অফিস দোকানপাট ও ধানের শীষের পোষ্টার ছিঁড়ে ফেলে। এব্যাপারে স্থানীয় বিএনপি সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এসংবাদ লেখা পর্যন্ত বিএনপির পক্ষে থেকে সহকারী রির্টানিং অফিসার বরাবর নির্বাচনী আচরণবিধি লক্সঘন ও নির্বাচনী কাজে বাধা দেয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি অভিযোগপত্র দেয়ার প্রস্তুতি চলছিল। তবে, জামবাড়ীয়া ইউনিয়নর আওয়ামীলীগের সভাপতি পিয়ারুল ইসলাম বলেন, বিএনপির ভাঙচুরের ঘটনা অভিযোগ মিথ্যা বানোয়াট ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তারাই এ ঘটনা ঘটিয়ে আওয়ামীলীগের উপর দোষ চাপাচ্ছে। বর্তমানে নৌকার পক্ষে ভোটারদের মাঝে ভোটের জোয়ার সৃষ্টি হওয়ায় তারা নিজেরাই নিজেদের অফিসার ভাঙচুরের করে আওয়ামীলীগকে দায়ী করার চেষ্টা করছে। এব্যাপারে সহকারি রির্টানিং অফিসার ও ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *