ভোলাহাট প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের বটতলা গ্রামের সাদা মনের মানুষ জিয়াউল হক বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করেছেন। জানা গেছে, উপজেলার জামিয়া ইসলামীয়া কাওমী মাদরাসাকে ৩০ হাজার, বারইপাড়া উচ্চ বিদ্যালয়কে ৮ হাজার টাকাসহ কেএনসি গোরস্থান, বিন্দু পাড়া জামে মসজিদ, মুশরীভূজা স্কুল জামে মসজিদ, রহনপুর জালিবাগান মাদরাসা ও এতিমখানা, গোমস্তাপুর উপজেলার আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়, হোগলা উচ্চ বিদ্যালয়সহ মোট ৯টি প্রতিষ্ঠানকে এ সব অর্থ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, বারইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শি¶ক তরিকুল ইসলাম, হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শি¶ক আনোয়ার জাহান, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শি¶ক আলাউদ্দিন, মুশরীভূজা স্কুল পাড়া জামে মসজিদের সেক্রেটারী আলহাজ্ব আব্দুল হাইসহ অন্যরা। আর্থিক সহায়তা প্রদানকালে সাদা মনের মানুষ জিয়াউল হক জানান, রমজান মাস জুড়ে তিনি অসহয় দুঃস্থদের জন্য ইফতারের ব্যবস্থা, বিশুদ্ধ পানির অভাব দূর করতে অসহায় পরিবারদের মাঝে ৩টি টিউবওয়েল স্থাপন করে দিয়েছেন তিনি। আগামীতে আরো বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে অনুদানের ব্যবস্থা করা হবে বলে জানান সাদা মনের মানুষ জিয়াউল হক।