ভোলাহাট প্রতিনিধি \ জেলার ভোলাহাটে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভোলাহাট থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ভোলাহাট উপজেলার জামবাড়ী ইউনিয়নের বড়গাছী গ্রামের নুর বক্স মন্ডলের ছেলে সম্রাট এতরা(৪৫)। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী এতরা(৪৫) কে গ্রেফতার করে। এব্যাপারে অফিসার ইনচার্জ ফাছির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলে, এতরাকে মাদক সেবন করা অবস্থায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।