ভোলাহাট প্রতিনিধি \ ভোলাহাটের দু’যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ এনে শুক্রবার সকাল ১০টায় ভোলাহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগির বাবা ও ভাই। সংবাদ সম্মেলনে উপজেলার সুরানপুর গ্রামের মৃতঃ খয়েজ মন্ডলের ছেলে জালাল উদ্দিন লিখিত বক্তব্য পাঠ করে বলেন, গত ৩০ মে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ভোলাহাট উপজেলার ভোলাহাট-শিবগঞ্জ রাস্তার খালে আলমপুর গোরস্থান নামক স্থান থেকে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা তার ছেলে শাহাদাৎ হোসেন (২০) ও একই উপজেলার বটতলা গ্রামের এত্তাজ আলীর ছেলে আসাদুল হক(২৭)কে তাদের নিজ গাড়ীতে তুলে নিয়ে যায়। পরে ৩১ মে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মহারাজপুর বাগবাড়িটোলা নামক স্থানে রাত দেড় টার সময় ১’শ গ্রাম হেরোইন, ১টি মোটরসাইকেল, ১টি স্যামসাং মোবাইল সেট এবং নগদ ১৪ হাজার ৪৮৫ টাকার মিথ্যা এজাহার লিখে চাঁপাইনবাবগঞ্জ থানায় উল্লেখিত যুবকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে র্যাব-৫ বলে দাবী তার। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, র্যাব-৫ একটি মিথ্যা নাটক সাজিয়েছে। মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপ¶ের কাছে সুষ্ঠ তদন্তের দাবী জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। এসময় মামলার অপর আসামী আসাদুল হকের বড় ভাই বর্তমান দলদলী ইউপি সদস্য ফারুক হোসেন উপস্থিত ছিলেন।