
ভোলাহাট প্রতিনিধি \ জেলার ভোলাহাটে হতদরিদ্র অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বুধবার সকালে রামেশ্বর হাই স্কুল মাঠে ভার্ক ভোলাহাট এরিয়া অফিসের নিজস্ব অর্থায়নে বুধবার উপজেলার ৬ শতাধিক অসহায় অতিদরিদ্র শীতাতদের মাঝে ভার্কের উত্তরাঞ্চলের আঞ্চলিক সমš^য়ক তপন কুমার শাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) ইমরুল কায়েশ। এসময় বক্তব্য রাখেন, নির্বাচন কর্মকর্তা আশরাফুল হক, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ফাসির উদ্দীন, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, পুলিশ পরিদর্শক শামীম হোসেন, ভোলাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম কবির, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ভার্ক ভোলাহাট এরিয়া ম্যানেজার এসএম জামাল উদ্দিন, ভার্ক ভোলাহাট শাখার ম্যানেজার শাহাদাত হোসেনসহ অন্যরা।